মঙ্গলবার, ডিসেম্বর ২৪

বঙ্গবন্ধুকে নিয়ে লিসার গান, লিখলেন গাজী মাজহারুল আনোয়ার

0

বিনোদন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান লিখেছেন বরেণ্য গীতিকবি ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দেবেন সংগীত শিল্পী লিসা কালাম। সুর করেছেন সুরকার মো. শাহনেওয়াজ। এ প্রসঙ্গে লিসা বলেন, কয়েকদিন আগে গাজী চাচা (গাজী মাজহারুল আনোয়ার) আমাকে তার বাড়িতে ডেকে বললেন বঙ্গবন্ধুকে নিয়ে তিনি কিছু গান লিখেছেন আমার জন্য। গানের সুর করেছেন প্রখ্যাত সুরকার মো. শাহনেওয়াজ। যা আমার জন্য পরম সৌভাগ্যের।

উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সালে বিটিভিতে গান করেছিলেন লিসা। এরপর সংসারের ব্যস্ততায় সংগীত থেকে বিরতি নিতে হয়। প্রায় দশ বছর পর সুকণ্ঠী লিসা ফিরেছেন গানের ভুবনে। জি সিরিজের ব্যানারে তার একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। লিসা কালাম ১৯৯১ সালে শিশুশিল্পী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন। তার প্রথম অ্যালবাম ‘এ লাশ আসবেই’। যার সংগীত আয়োজন করেন দেবু ভট্টাচার্য্য। পরে লিসার ‘ইশারায় ডেকোনা’, ‘কানাই’, ‘কবুল’ শীর্ষক আরো কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়।

Share.