বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করলেন মাশরাফি-তামিমরা

0

স্পোর্টস ডেস্ক: বিপিএল উদ্বোধন হয়েছে, চলছে খেলা শুরুর ক্ষণগণনা। আর শেষ মুহূর্তের অনুশীলন করছে খেলোয়াড়েরা। তবে মাঠের অনুশীলনের ফাঁকে খেলোয়াড়রা ছুটে গেলেন যার নামে এবারের আসরের নামকরণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে। সোমবার বাংলাদেশ সময় দুপুরে খেলোয়াড়েরা শ্রদ্ধা জানালেন জাতির পিতার প্রতি। ঘুরে দেখলেন সমগ্র বাড়ি। বঙ্গবন্ধু ও তার পরিবারের স্মৃতি প্রত্যক্ষ করলেন। খুব কাছ থেকে ১৫ আগস্টের সেই ভয়াল নৃশংসতার নিদর্শন দেখে খেলোয়াড়েরা আবেগাপ্লুত হয়ে পড়লেন। বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা প্লাটুনসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে অন্যান্য খেলোয়াড়রা বাংলাদেশ সময় দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে যান। এসময় উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মুমিনুল হক, এনামুল হক বিজয়, আরিফুল হক, ঢাকার প্রধান কোচ সালাহ উদ্দিন ও বোলিং কোচ সৈয়দ রাসেল।

Share.