স্পোর্টস রিপোর্ট: বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ নুরুল হাসান সোহানের অনবদ্য ব্যাটিং নৈপুণ্যে প্রথমবারের মতো আবাহনীকে হারিয়ে শিরোপা জিতল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজকের ম্যাচে জিতলেই শেখ জামাল চ্যাম্পিয়ন হবে হবে এই সমীকরণেই ম্যাচ শুরু হয়। হয়েছেও তাই। যদিও শেষ ম্যাচে হেরে যায় দলটি তার পরেও চ্যাম্পিয়ন হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন কিকেটে চাম্পিয়ান শেখ জামাল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় আবাহনী। শেখ জামালের বোলারদের নৈপুণ্যে ৬ উইকেটে ২২৯ রানের বেশি করতে পারেনি মোসাদ্দেক হোসেনের দল। রান তাড়া করতে নেমে ৪৭ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল। ডিপিএলে এটিই শেখ জামালের প্রথম শিরোপা। ১৪ ম্যাচে সর্বোচ্চ ২৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল। লিগে এখনো ১ ম্যাচ বাকি তাদের।শেখ জামালের জয়ের নায়ক সোহান। ৮ চার ও ২ ছয়ে সোহান ৮১ বলে ৮১ রান করে অপরাজিত ছিলেন। শুধু জয়ই নয়, সে সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে জিতিয়ে দিলেন এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়নশিপের মুকুট। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে শিরোপা জয়ের পর শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে নেতৃত্ব দিয়ে ইমরুল কায়েস জিতেছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শিরোপা।