বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হলেন ড. শাহজাহান

0

ঢাকা অফিস:  গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহানকে। উপাচার্য  নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন। সোমবার (৭ অক্টোবর) তাকে উপাচার্যে র রুটিন কাজ সম্পাদনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন। সিনিয়র সচিব আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়টিতে এখনও নতুন করে ভিসি নিয়োগ দেওয়া হয়নি।তাই  সিনিয়র শিক্ষক অধ্যাপক মো. শাহজাহানকে ভিসির রুটিন কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে।’ এক প্রশ্নের জবাবে  ড. মো. শাহজাহান বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএমএসের মাধ্যমে আমাকে বিষয়টি জানিয়েছে। আগামী পরশু হয়তো চিঠি হাতে আসবে।’ এদিকে,   ড. মো. শাহজাহানকে উপাচার্যের রুটিন ওয়ার্কগুলোর দায়িত্ব দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক শেখ মো. ফায়েকুজ্জামান টিটো বলেন, ‘আশা করি, ড. শাহজাহান চলমান সমস্যায় ভঙ্গুর বিশ্ববিদ্যালয়কে তার মেধা যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের হারানো সুনাম ফিরিয়ে আনবেন।’ ছাত্র ইউনিয়নের  সভাপতি রথীন্দ্রনাথ বাপ্পি বলেন, ‘ড. শাহজাহানের প্রধান দায়িত্ব হবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সব রাজনৈতিক  সামাজিক সংগঠনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমস্যা শনাক্ত করে সমাধান দেওয়াও তার দায়িত্বের মধ্যে পড়ে বলে মনে করি।’

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হন বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন।

Share.