বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে ঢাবির ইতিহাস বিভাগের সংহতি

0

ঢাকা অফিস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগ অনুমোদনের দাবিতে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অপরাজেয় বাংলার পাদদেশে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল সংহতি প্রকাশ করে বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের আমরা আন্তরিক অভিনন্দন জানাই। তাদের দাবির সঙ্গে আমরা একমত এবং এ দাবি আদায়ে প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), শিক্ষামন্ত্রী এবং প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর কাছে যাবো।’ তিনি আরও বলেন, ‘ইতিহাস মানব সভ্যতার ধারাবাহিকতা বিকাশকে ধারণ করে। ইতিহাসের শিক্ষক-শিক্ষার্থীরা শুধু মানব সভ্যতার পরিব্রাজক নয়, তাদের ইতিহাসের ধারক ও বাহকও বলা যায়।’ সংহতি সমাবেশে উপস্থিত ছিলেন ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম, ড. প্রদীপ চাঁন দুগার। সমাবেশে আরও অংশগ্রহণ করেছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। এতে বশেমুরপ্রবি কয়েকজন শিক্ষার্থীও ছিলেন।

প্রসঙ্গত, ইউজিসির অনুমতি ছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগে শিক্ষার্থী ভর্তি করে তখনকার উপাচার্য খন্দকার নাসিরউদ্দিন। গত ৬ ফেব্রুয়ারি বিভাগটিতে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয় ইউজিসি। পরে সেইদিন রাত থেকে প্রশাসনিক ভবনের সামনে বিভাগটি বহাল রাখার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

Share.