স্পোর্টস ডেস্ক: লিগের শেষের দিকের ২ দলের বিরদ্ধে ড্র করেও লিগ শীর্ষে থেকেই বছর শেষ করল লিভারপুল। বুধবার নিউক্যাসেলের বিরুদ্ধে কোনো গোল করতেই পারেননি মোহাম্মদ সালাহরা।সুযোগ পেয়েও মিস করেছেন সালাহরা। লিগের শেষের দিকের দলের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলেও খুব হতাশ নন লিভারপুল কোচ জার্গেন ক্লপও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘লিগ শীর্ষে আছি, কিন্তু সেটার খুব একটা গুরুত্ব নেই আমার কাছে। ড্র করেও আমরা লিগ শীর্ষে, এটা বুঝিয়ে দেয় যে এই মৌসুম কতটা কঠিন।’দলের খেলায় সন্তুষ্ট ক্লপ। তিনি বলেন, ‘আমরা হয়তো জিততে পারিনি, তবে সারা পৃথিবীতে যা খারাপ হচ্ছে তার চেয়ে খারাপ নয় এটা। আমরা সব করেছি, নিজেদের সেরাটা দিয়েছি। জিততে না পারলেও দলের খেলায় আমি খুশি।”১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ঘরের মাঠে ৮টি ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে লিভারপুল।
বছর শেষে শীর্ষেই থাকল লিভারপুল
0
Share.