সোমবার, ডিসেম্বর ২৩

‘বধুরে’ গানের মডেল হলেন হান্নান শাহ-মাহি

0

বিনোদন ডেস্কঃ সম্প্রতি নির্মিত হয়েছে মিউজিক ভিডিও ‘বধুরে’। সালাউদ্দিন সাগরের কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন সালমান রাজ। পলক হাসানের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রাজিব হোসেন। গানের ভিডিওতে মডেল হয়েছেন হান্নান শাহ, এস কে মাহি ও সাব্বির সিনরা। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কে এ নিলয়।

নতুন গান প্রসঙ্গে সালমান রাজ বলেন, গানের কথাগুলো দারুণ। কথার সঙ্গে মিল রেখে মনোরম লোকেশনে গানের ভিডিও নির্মিত হয়েছে। আশা করছি, সব শ্রেণির শ্রোতা-দর্শকদের মিউজিক ভিডিও ভালো লাগবে।

মডেল ও অভিনেতা হান্নান শাহ বলেন, কন্ঠশিল্পী সালমান রাজের গাওয়া ‘বধুরে’ শিরোনামের গানটি অসাধারণ। মিউজিক ভিডিওতে আমার ও মাহির রসায়নটা দারুণ ছিলো। আশা করছি গানটি দর্শক গ্রহন করবে।

পরিচালক নিলয় বলেন, এইচ এস মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি ১৪ জুলাই মুক্তি পাবে। গানটি দারুণ হয়েছে। আশা করছি, সবার পছন্দ হবে।

Share.