ঢাকা অফিস: খেলনা পণ্যের ঘোষণা দিয়ে দুবাই থেকে আমদানি করা হয়েছে গুড়া দুধ ও সিগারেট। গোল্ড কিং ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান আমদানি করেছে এসব পণ্য। পানগাঁও কাস্টম জানায়, সিগারেট বাজেয়াপ্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট সিএন্ডএফ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।কন্টেইনার জট না থাকলেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে রাজধানীর অদূরে বুড়িগঙ্গা তীরের পানগাঁও নদীবন্দর। ছোট ছোট জাহাজে এ বন্দরে দেশের সবচেয়ে বড় চট্টগ্রাম বন্দর থেকে মালামাল খালাসের জন্য ঘোষণা দিয়ে এলসি খোলেন ব্যবসায়ীরা। এরই মধ্যে ২৬ আগস্ট অন্যান্য কন্টেইনারের সাথে দুবাই থেকে আসা একটি কন্টেইনারও নিয়ে আসা হয় পানগাঁও বন্দরে। এরমধ্যে ঘোষণা অনুযায়ী মালামালের বিবরণে সন্দেহ হওয়ায় কন্টেনারটি লক করে রাজস্ব বিভাগের ইন্টেলিজেন্সি ইউনিট। কিন্তু বুধবার বন্দর থেকে ৪০ ফুট লম্বা কন্টেইনারটি খালাসের জন্য সংশ্লিষ্ট সিএন্ডএফ আসলে কন্টেইনারটি লক থাকায় বন্দরের কাস্টম হাউজ, শুল্ক গোয়েন্দা ও ইন্টেলিজেন্সি ইউনিট এর সমন্বয়ে কন্টেইনার খুলে মালামাল পরীক্ষা করে যৌথভাবে তিনটি টিম।এসময় ধরা পড়ে খেলনা পণ্য নয়, মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা হয়েছে নিডো ও নান ব্রান্ডের গুড়া দুধ এবং কয়েক লাখ পিস সিগারেট। এসব পণ্য আমদানিকারক গোল্ড কিং ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানটিকে মধ্যস্থতাকারী হিসেবে সহায়তা করে সিএন্ডএফ ই. এইচ. ট্রেডার্স। এ বিষয়ে ই. এইচ. ট্রেডার্স-এর স্বত্বাধিকারি এমদাম হোসাইনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।বৃহস্পতিবার (২ সেপ্টম্বর, ২০২১) এ বিষয়ে পানগাঁও কাস্টম হাউজের কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান সময় সংবাদকে জানান, মিথ্যা ঘোষণা দিয়ে ই. এইচ. ট্রেডার্স প্রায় ৩ হাজার কেজি নিডো ব্রান্ডের গুড়া দুধ আমদানি করেছে। দুধ আমদানি নিষিদ্ধ না হলেও বিএসটিআই অনুমোদনসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহের অনুমোদন সাপেক্ষে ছেড়ে দেয়া হবে। তবে জরিমানা করা হবে তাদের।কমিশনার ড. এ কে এম নুরুজ্জামান আরো জানান, ৪০ ফুট লম্বা এই কন্টেইনারের অর্ধেক দুধ আর অর্ধেক নিয়ে আসা হয়েছে সিগারেট। এসব সিগারেট আমদানি নিষিদ্ধ থাকায় তা বাজেয়াপ্ত করা হবে। একইসঙ্গে প্রতিষ্ঠান ও সিএন্ডএফ কর্তৃপক্ষকে আইনের আওতায় নিয়ে এসে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে। পুরো কন্টেইনার এখনো যাচাই-বাছাই শেষ না হওয়ায় অর্ধেক কন্টেইনার ভর্তি সিগারেটের নির্দিষ্ট পরিমাণ এখনো বলতে না পারলেও কয়েক লাখ পিস হবে বলে আশঙ্কা কাস্টম কর্তৃপক্ষের।
বন্দরে খেলনার পরিবর্তে আসলো সিগারেট
0
Share.