বন্দুকের আঘাতে কপাল ফাটল নোরা ফতেহির

0

বিনোদন ডেস্ক: সিনেমায় অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে কপাল ফাটল বলিউড সেনসেশন নোরা ফতেহির। সম্প্রতি ভোপালে ‘ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া’র শুটিংয়ে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। খবর জিনিউজের। নোরা জানান, ‘ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ছবিটি অ্যাকশন ধর্মী। বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে তাকে অভিনয় করতে হয়েছিল। একটি দৃশ্যে তার কোনো সহ-শিল্পী ভুলবশত হাতে থাকা বন্দুকটি নোরার দিকে ছুড়ে মারেন। সেটি সোজা গিয়ে লাগে নোরার কপালে। সঙ্গে সঙ্গে কপাল ফেটে যায়। রক্তও বের হয়। পরে কপালে ব্যান্ডেজ করতে হয়। কপাল ফাটার পরও শুটিং চালিয়ে যান নোরা। কারণ পরিচালকের হাতে সময় খুব কম ছিল। ছবিটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, সোনাক্ষী সিনহা, সঞ্জয় দত্ত প্রমুখ।

Share.