বুধবার, ডিসেম্বর ২৫

বন্ধন এন্টারপ্রাইজের রুমের ভেতর থেকে কিশোরী ও ১ যুবকের মরদেহ উদ্ধার

0

ঢাকা অফিস: রাজধানী যাত্রাবাড়ি থানাধীন কোনোপাড়া ধার্মিকপাড়া বন্ধন এন্টারপ্রাইজ নামে একটি রুমের ভেতর থেকে কিশোরী ও ১ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স কিশোরী(১৪) ও যুবক (২৬)। (২৪ নভেম্বর) সকাল দশটার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মহাসিন জানান,আমরা খবর পেয়ে যাত্রাবাড়ি কোনাপাড়ার ধার্মিকপাড়া বটতলা এলাকার মিনি কক্সবাজার নামক স্থানের বন্ধন এন্টারপ্রাইজের একটি রুমের ভিতর হতে অজ্ঞাত যুবক (২৬) ও অজ্ঞাত কিশোরী (১৪) মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা কলেজ হাসপাতালে মর্গে বিকেল তিনটার দিকে পাঠানো হয়েছে।এই ঘটনায় মাইকেল (২৬) নামের এক যুবক গুরুতর অসুস্থ রয়েছে তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান,নিতহ কিশোরী যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের নাম সনাক্ত করা যাবে বলেন জানান তিনি।ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি জানান,ঘটনাস্থল থেকে বিয়ারে ক্যান জব্দ করা হয়েছে আমার ধারণা করছি অতিরিক্ত বিয়ার সেবনের কারণেই তারা অসুস্থ হয়ে ওখানে দুজন মারা যান ,এই ঘটনায় মাইকেল নামে একজন অসুস্থ হয়ে পড়েলে তাকে ভর্তি দেওয়া হয়েছে।

Share.