বন্যপ্রাণী হত্যা করে কেউ পার পাবে না: রিজওয়ানা হাসান

0

ঢাকা অফিস: গণশুনানি বা জনমত যাচাই না করে বড় প্রকল্প হাতে নেবে না পরিবেশ মন্ত্রণালয়। অল্প সময়ে ৫৩ বছরের পরিবেশ দূষণ দূর করা সম্ভব নয়। তবে পরিবর্তনের ধারা শুরু করে যাবো আমরা। এমনটি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বুধবার (২৫ ডিসেম্বর) রাতে তেজগাঁওয়ে চ্যানেল আই চেতনা চত্বরে, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২৩ বিতরণ অনুষ্ঠানে, ঢাকার ২১টি খালকে সংযুক্ত করে ব্লু নেটওয়ার্ক করা ও নদী দূষণ, দখলমুক্ত করার কাজ দ্রুত শুরু হবে বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, বন্যপ্রাণী হত্যা করে আর কেউ পার পাবে না। বন্যপ্রাণী হত্যা ও পরিবেশ নষ্ট করার কোনো তথ্য পেলে তা মন্ত্রণালয়কে জানানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবানও জানান উপদেষ্টা।

Share.