বিনোদন ডেস্ক: স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেট, সুনামগঞ্জ। লাখ লাখ মানুষ পানিবন্দি। হারিয়েছেন বসতভিটা। হয়ে পড়েছেন আশ্রয়হীন। বানের পানিতে ভেসে গেছে বাড়িঘর, আসবাবপত্রসহ সমস্ত জিনিস। সেই সঙ্গে ভেসে গেছে বহু প্রাণ-প্রাণী। বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সেবা। চারদিকে হাহাকার আর বাঁচার আকুতি। দেশের লন্ডন হিসেবে খ্যাত সিলেট এবং সুনামগঞ্জবাসীর এমন বিপদের দিনে সরকারসহ পাশে দাঁড়িয়েছেন দেশের তারকারাও। নিজেরা সহায়তা দেওয়ার পাশাপাশি আকুতি জানাচ্ছেন অন্যদেরও এগিয়ে আসার। করছেন প্রার্থনা। বত্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে কেউ কেউ ফান্ডও গঠন করেছেন। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান শনিবার এক পোস্টের মাধ্যমে জানান, তিনি সিলেট-সুনামগঞ্জবাসীকে সাধ্যমতো অর্থ সহায়তা দেবেন। পাশাপাশি তিনি অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। একটি ই-মেইল আইডি দেন পোস্টে। জানান, ফান্ড গঠন করা হয়েছে। যারা বন্যার্তদের সহায়তা দিতে ইচ্ছুক, তাদের ওই আইডিতে যোগাযোগ করতে বলা হয়েছে।’ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ফেসবুকে লিখেছেন, ‘দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে ইলেকট্রিসিটি। ইন্টারনেট, এমনকি দেশের অন্যান্য জায়গা থেকেও তারা যোগাযোগ বিচ্ছিন্ন।’ অভিনেত্রী লিখেছেন, ‘এই পরিস্থিতিতে হৃদয়ের অন্তস্থল থেকে সকলের জন্য প্রার্থনা করছি। শিগগিরই প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক। সিলেট ও সুনামগঞ্জের সকল মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক। প্রশাসনের সাথে সাথে আমরাও যেন আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। দেশের সকলেই এগিয়ে আসুন এবং সকলে মিলে একসাথে এই ভয়াবহ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা করি।’ অভিনেতা-গায়ক তাহসান খান লিখেছেন, ‘মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।’ দেশের যেকোনো বিপর্যয়ে, দুঃসময়ে টের পাই, বিপর্যস্ত-অসহায় মানুষের পাশে আসলে মানুষকেই দাঁড়াতে হয়। এগিয়ে আসতে হয় যার যার সাধ্যমতো। দুবছর আগে করোনার ভয়াবহ বাস্তবতায় ‘দেশ আমার দায়িত্ব আমার’ স্লোগান নিয়ে ‘সমন্বয়’ নামের গ্রুপটি খোলা হয়েছিল। ভবিষ্যতে যেকোনো দুর্যোগ-দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ছিল সমন্বয়ের। আগ্রহী যে কেউ স্বাগত এই গ্রুপে। আগেও একবার বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, সাড়া পেয়েছিলাম অভাবনীয়। সেই সাহসেই দ্বিতীয়বার দাঁড়াই করোনায় বিপর্যস্ত মানুষের পাশে। এবার সিলেটে বন্যাদুর্গত মানুষের পাশেও দাঁড়াবে সমন্বয়। যাঁরা সমন্বয়ের ওপর ভরসা করবেন, সমন্বয়ের এই উদ্যোগকে সমর্থন করবেন, সবাই সমন্বয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। অনুদান দিন। আপনাদের দেওয়া অনুদান আগামী ৫ জুলাই সমন্বয় টিম পৌঁছে দেবে বন্যাদুর্গত অভাবী মানুষের হাতে।’ কণ্ঠশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘৮৮, ৯৮-এর মতো এবারের বন্যাও ভয়াবহ রূপ ধারণ করছে। অস্থির লাগছে। সিদ্ধান্ত নিয়েছি সাধ্যানুযায়ী বন্যার্ত মানুষের পাশে থাকব। আপনিও প্রস্তুত থাকুন।’ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো লিখেছেন, ‘আসুন আমরা একসাথে পাশে দাঁড়াই #PrayForSylhet। চিত্রনায়ক মামনুন হাসান ইমন লিখেছেন, ‘পুরো সিলেটের জন্য প্রার্থনা।’ আসুন সব ভেদাভেদ ভুলে সিলেটের এই কঠিন বন্যা পরিস্থিতিতে যার যতটুকু সামর্থ্য এগিয়ে আসি। আল্লাহ নিশ্চয়ই অতি শিগগির সবকিছু ঠিকঠাক করে দিবেন। আমিন।’ বন্যার্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় তারকা মেহজাবিন চৌধুরীও। পাশাপাশি তিনি অন্যদেরও এই দুঃসময়ের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। চঞ্চল চৌধুরী অতি সংক্ষেপে মনের ভাব বুঝিয়ে লিখেছেন, ‘দু:সময়…….। আসুন মানবতার হাত বাড়াই।’ অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘সুনামগঞ্জ আমার জন্মস্থান! বাবার পোস্টিং ছিল সেখানে! যদিও বড় হয়ে আর সেখানে যাওয়া হয়নি। কিন্তু গত কিছুদিন ধরে সেখানকার বন্যা পরিস্থিতির ছবি দেখে খুবই কষ্ট হচ্ছে।’ অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল এক ভিডিও বার্তায় জানিয়েছেন, সামনে কোরবানির ঈদ। এবার ১০-১২টা গরু কোরবানি না দিয়ে একটা কোরবানি করে বাকিটা তিনি বন্যার্তদের সহায়তায় দেবেন। এছাড়া নিজের ব্যবসায়ের টাকা এবং সিনেমার আয়ের টাকাও তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়ার ঘোষণা দিয়েছেন। চিত্রনায়িকা মিষ্টি জান্নাত লিখেছেন, ‘বন্যার্তদের সাহায্য করতে চাই। কোরবানি ঈদের সব টাকার ত্রাণ দিতে চাই। সাহায্য করার জন্য টিম গঠন করতে চাই। টিমের জন্য কে কে পাশে থাকবেন যোগাযোগ করুন।’ দীপা খন্দকারের শনিবারের পোস্ট, ‘ভালো নেই সিলেট! ভোর ৪টা থেকে টানা প্রবল বৃষ্টি হচ্ছে। পুরা সিলেটে ইলেকট্রিসিটি নাই। সবাই প্লিজ দোয়া করিস। #PrayForSylhet।’গেল শুক্রবার ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুটি সিনেমা। ‘অমানুষ’ এবং ‘তালাশ’। তারাও সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ‘অমানুষ’ সিনেমাটির নির্মাতা শনিবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, প্রথম সপ্তাহে তার সিনেমার যত টাকার টিকিট বিক্রি হবে, সবই তিনি বন্যার্তদের সহায়তায় দেবেন। একই দিনে বগুড়ায় সিনেমা হল পরিদর্শনে গিয়েছিল ‘তালাশ’ টিম। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেমাটির নায়িকা শবনম ইয়াসমিন বুবলী জানান, তারাও ‘তালাশ’-এর প্রথম সপ্তাহের আয়ের টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দিয়ে দেবেন। দুর্দিনে তারকাদের এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সব মহলের।