ঢাকা অফিস: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, পুরো মৌলভীবাজার ও শহরকে বন্যার কবল থেকে রক্ষায় এক হাজার দুই কোটি টাকার কাজ শিঘ্রই শুরু হবে। তিনি রোববার মৌলভীবাজার শহর এলাকায় মনুনদী শহর প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথাগুলো বলেন। মন্ত্রী আরো বলেন, এটি একটি বড় প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়িত হলে এই এলাকার লোকজন আর বন্যা কবলিত হবেনা। তিনি এ প্রকল্প সুষ্টভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়ে বলেন বলেন, দেশের জন্য আমরা এ রকম অনেক বড় প্রকল্প হাতে নিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমদ,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী, পৌরসভার প্যানেল মেয়র ফয়সল আহমদ।
বন্যার কবল থেকে মৌলভীবাজারকে রক্ষায় এক হাজার দুই কোটি টাকার কাজ শুরু হবে : জাহিদ ফারুক
0
Share.