বুধবার, জানুয়ারী ২২

বন্যায় জার্মানির পশ্চিমাঞ্চলে মৃত বেড়ে ১৮০

0

ডেস্ক রিপোর্ট: জার্মানি ও ইউরোপের পশ্চিমাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা ১৮০ ছাড়িয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসযজ্ঞ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করারও চেষ্টা করছে কর্তৃপক্ষ।স্মরণকালের ভয়াবহ বৃষ্টি ও উজানের পানির ঢলে লণ্ডভণ্ড জার্মানির পশ্চিমাঞ্চলের তিনটি অঙ্গরাজ্য জারলান্ড, নর্দরাইন ওয়েস্টফালেন ও রাইনলান্ডফাল্জ। মানুষের দুর্দশা এখনো কাটেনি। পানির তোড়ে বিলীন হওয়া ধ্বংসস্তূপ থেকে একে একে বেরিয়ে আসছে স্থানীয় অধিবাসীদের লাশ। এখনো নিখোঁজ বহুমানুষ। দুর্গম এলাকায় সবধরণের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় উদ্ধার তৎপরতা চালাতে বেশ বেগ পেতে হচ্ছে দেশটির প্রকৌশল সাহায্য সংস্থা, দমকল ও সেনাবাহিনীকে।তারা বলেন, অসংখ্য গাড়ি পানির নিচে তলিয়ে গেছে। আমরা সেগুলোকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। গাড়ির ভেতরে এখনো কেউ আছে কিনা আমরা জানি না। তবে আমরা চাই, কেউ যেন ভেতরে আটকে না থাকে।জার্মান সেনাবাহিনীর যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক ও নানা যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এদিকে নদীর পানি বাড়তে থাকায় বেশ কয়েকটি স্থানে ভেঙে গেছে বাঁধ। এতে নতুন করে বন্যার আশংকা করছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। যদিও স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মীরা মিলে বালির বাঁধ নির্মাণ করে বন্যার পানি ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।তবে এখনো স্বাভাবিক হয়নি দুর্যোগ কবলিত অঞ্চলগুলোর সঙ্গে দেশটির অন্যান্য প্রদেশের যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি খাবার পানি ও খাদ্য সংকটের কথা জানিয়েছে সর্বস্ব হারানোরা।এদিকে বন্যাকবলিত অঙ্গরাজ্যগুলিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দুর্ভোগে পড়লেও নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস।এদিকে প্রতিবেশী লাক্সেমবার্গ, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলে অতিবৃষ্টিতে এখনো পানিবন্দি হাজার হাজার মানুষ।

Share.