ঢাকা অফিস: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকা এখন বৃক্ষহীন শহরে রূপ নিয়েছে। জলবায়ুর প্রভাব, অক্সিজেন সরবরাহ, কংক্রিটের আবদ্ধতা থেকে মুক্তি পেতে সবাইকে এগিয়ে আসতে হবে। সবুজায়নকে মানুষের মনস্তাত্ত্বিক রূপ দিতে হবে। আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁও বনভবনে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ছাদ বাগান ইতিবাচক, কিন্তু রাজধানীতে তা পর্যাপ্ত নয়। উপদেষ্টা জানান, বাংলাদেশের মানুষ বন বিভাগকে কাঠ চুরির প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না। সামনে সবাই গাছ এবং পরিবেশ রক্ষায় সোচ্চার হবে, এ প্রত্যাশাও করেন তিনি। নগর থেকে দেশের প্রান্তরে সবুজায়ন করতে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান তিনি। ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই শ্লোগানে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের গাছ চেনার প্রতিযোগিতা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন রিজওয়ানা হাসান।
বন বিভাগকে কাঠ চুরির প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই না: রিজওয়ানা হাসান
0
Share.