ঢাকা অফিস: বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃত্যুও ঘটনার পর থেকে চলছে পুলিশের অভিযান। এরই ধারাবাহিকতায় শহরের করতোয়া হোমিও হল অ্যান্ড ল্যাবরেটরিতে অভিযান চালিয়ে এক হাজার ৫০০ লিটার স্পিরিট ও ওষুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। যদিও তাদের জন্য বছরে বরাদ্দ রয়েছে মাত্র ২৯ লিটার।অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের নাটাইপাড়ার ওই হোমিও ল্যাবরেটরিতে অভিযান চালায়।ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে করতোয়া হোমিও হল অ্যান্ড ল্যাবরেটরিতে অভিযান চালানো হয়। এখান থেকে এক হাজার ৫০০ লিটার ইথানল স্পিরিট জব্দ করা হয়। এ ছাড়া ওষুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। তবে কর্তৃপক্ষের যদি কোনো বৈধ কাগজপত্র থাকে তাহলে তারা তা দেখিয়ে মালামাল ফেরত নিতে পারবে।’এদিকে, করতোয়া হোমিও হল অ্যান্ড ল্যাবরেটরির পক্ষ থেকে স্বত্বাধিকারী সাহেদুল আলমের স্ত্রী ও জামাই জানান, তাদের শুধু দোকানের জন্য ২৯ লিটার ইথানল স্পিরিট ব্যবহারের অনুমোদন রয়েছে। তবে জব্দকৃত পরিমাণ স্পিরিট নিয়ে আসা হয়েছে ল্যাবরেটরিতে হোমিও ওষুধ তৈরির জন্য।
বরাদ্দ ২৯ লিটার, মিলল ১৫০০ লিটার স্পিরিট
0
Share.