সোমবার, জানুয়ারী ২৭

বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

বাংলাদেশ থেকে বরিশাল প্রতিনিধি: সারাদেশের ন্যায় বরিশালেও নানা আয়োজনের মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নগরীর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ আওয়ামী লীগ এবং তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এর আগে ভোট ছয়টায় নেতৃবৃন্দরা দলীয় কার্যালয়ের সামনে সাংগঠনিক ও জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Share.