সোমবার, ডিসেম্বর ২৩

বরিশালে শের-ই-বাংলা মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

0

বাংলাদেশ থেকে বরিশাল প্রতিনিধি: বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। রোববার (১৩ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। হাসপাতালের ওই কক্ষের তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধুয়ার সৃষ্টি হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে, পাশাপাশি রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।

Share.