রবিবার, নভেম্বর ২৪

বরিসের বিরুদ্ধে ধারের টাকা পরিশোধ না করার অভিযোগ

0

ডেস্ক রিপোর্ট:  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে ধারের টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছে।জানা যায়, ধারের ৫৩৫ পাউন্ড পরিশোধ করেননি বরিস।আর এ জন্য দেশটির একটি কাউন্টি আদালত থেকে তার বিরুদ্ধে একটি জাজমেন্ট দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর ৫৩৫ পাউন্ড ধার নিয়েছিলেন বরিস জনসন। এ বিষয়ে সর্বপ্রথম প্রাইভেট আই নামের একটি ম্যাগাজিন প্রতিবেদন প্রকাশ করে। এখন পর্যন্ত ধারের ধরন কিংবা পাওনাদারের বিষয়ে কিছু জানা যায়নি।তবে আদালতের জাজমেন্ট বাতিলের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে বরিসের বিরুদ্ধে ওই অভিযোগের কোনো সত্যতা নেই বলেও দাবি করা হয়।সরকারি ওয়েবসাইট অনুযায়ী, জাজমেন্ট দেয়ার অর্থই ঋণের বিষয়ে আদালত নিশ্চিত হয়েছেন। তা পরিশোধ করা না হলে বাড়িতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি উপস্থিত হতে পারেন। ওয়েবসাইটে আরও বলা হয়, সঠিক সময়ে ঋণ পরিশোধ করা না হলে ঋণগ্রহীতাকে আদালতে ডাকা হতে পারে এবং এ জন্য অতিরিক্ত অর্থও গুনতে হতে পারে।

Share.