বুধবার, জানুয়ারী ১

বর্ণবাদের কারণে অবসর নিতে চেয়েছিলেন এমবাপ্পে

0

স্পোর্টস রিপোর্ট: গুঞ্জন উঠেছিলো আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তবে এত তাড়াতাড়ি কেন, সেটার আসল কারণ বললেন এই পিএসজি তারকা। মূলত বাজে পারফরম্যান্সের জন্য নয়, বর্ণবাদের শিকার হয়েছিলেন বলেই অবসর নিতে চেয়েছিলেন এমবাপ্পে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নেওয়ার পর ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নেয় ফ্রান্স। কিন্তু সুবিধা করতে পারেননি ফরাসিরা। এই টুর্নামেন্টে অনেকটা ফর্মহীন ছিলেন কিলিয়ান এমবাপ্পে। আবার পেনাল্টিও মিস করেন তিনি। সেটাকে পুঁজি করে সমালোচকরা বলতে থাকন, অবসরে যাচ্ছেন তিনি। এমন সমালোচকদের একজন ছিলেন ফ্রান্স ফুটবল প্রধান। তিনিই মূলত বলেছিলেন ফর্মহীনতার জন্যেই অবসর নেবেন এমবাপ্পে। এবার তার সেই মন্তব্যে ক্ষুব্ধ এমবাপ্পে। এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলাম যে বিষয়টি বর্ণবাদের সঙ্গে সম্পর্কিত এবং (ইউরোয়) পেনাল্টি বিষয়ক নয়। তবে বর্ণবাদের কোনো ঘটনা সেখানে ছিল বলে মানতেই চাননি তিনি।’

 

Share.