স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ডের ইনিংসে হারার দিনে সামনে উঠে আসছে বর্ণবিদ্বেষের অভিযোগ। যে অভিযোগ তুলেছেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার। সোমবার বে ওভালে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে এক ইনিংস ৬৫ রানে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড মাত্র ১৯৭ রানে আউট হয়ে যায়। বাঁ-হাতি পেসার নিল ওয়াগনার নেন পাঁচ উইকেট। আর্চার করেন ৩০ রান। কিন্তু ম্যাচ হারার পরে অভিযোগ তোলেন ইংল্যান্ডের এই পেসার। জোফ্রা টুইট করেন, ‘‘যে ভাবে আমার উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছিল, তা খুবই হতাশাজনক। আমি তখন দলকে বাঁচানোর জন্য ব্যাট করছিলাম।’’ এর পরে জোফ্রা অবশ্য লিখেছেন, ‘‘এক জন বাদে মাঠের বাকি দর্শকরা ঠিকঠাকই ছিল।’’ জোফ্রার অভিযোগ শোনার পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা টুইট করে, ‘‘জোফ্রা আর্চারকে যে ভাবে দর্শক বিদ্রুপের মুখে পড়তে হয়েছে, তা জেনে আমরা রীতিমতো লজ্জিত। মাঠে ইংল্যান্ড আমাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু ওরা আমাদের বন্ধুও। আর বর্ণবিদ্বেষমূলক মন্তব্য কখনওই সহ্য করা হবে না।’’ নিউজিল্যান্ড বোর্ড এও পরিষ্কার বলে দিয়েছে, তারা জোফ্রার সঙ্গে যোগাযোগ করে ক্ষমাও চেয়ে নেবে। বিশ্বকাপ ফাইনালের ওই নাটকীয় ম্যাচের পরে ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বৈরথ মানেই নাটকীয় কিছু। এই টেস্টে অবশ্য দাপট দেখিয়েছে নিউজিল্যান্ডই। তবে নিউজিল্যান্ড দলের পার্শ্বচরিত্ররাই এই ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন। যেমন ডাবল সেঞ্চুরি করেন ব্র্যাডলি ওয়াটলিং, পাঁচ উইকেট নেন ওয়াগনার। শেষ দিনে ইংল্যান্ড শুরু করেছিল তিন উইকেটে ৫৫ রান নিয়ে। ইংল্যান্ডকে সারা দিন ব্যাট করে যেতে হত হার এড়াতে। একটা সময় তাদের রান দাঁড়ায় ১২১-৪। কিন্তু নিউজিল্যান্ড বোলাররা শেষ ছয় উইকেট তুলে নেন মাত্র ৭৬ রানে। সূত্র : আনন্দবাজার প্রত্রিকা
বর্ণবিদ্বেষের অভিযোগ তুলেছেন ইংল্যান্ডের পেসার আর্চার
0
Share.