বুধবার, জানুয়ারী ২২

বর্তমান পুলিশকে দি‌য়ে হত্যাকাণ্ডের বিচার সম্ভব নয়: মান্না

0

ঢাকা অফিস: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদর রহমান মান্না বলেছেন, বর্তমান পুলিশকে দি‌য়ে হত্যাকাণ্ডের বিচার সম্ভব নয়। থানাগু‌লো‌তে এখনও আওয়ামী পাণ্ডাদের শক্তিশালী অবস্থান রয়েছে। তাই পুলিশের নিচের স্তরে এখন নজর দেয়া উচিত। বুধবার (২১ আগস্ট) সকালে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে রংপুরে নিহত আবু সাইদের বাড়ি পরিদর্শনে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনা‌য়েদ সাকি আহত ও নিহত‌দের তালিকা প্রস্তুত এবং তা‌দের সহায়তা প্রদানের দাবি জানান। অন্যদিকে, যারা আহত হ‌য়ে‌ছে এবং যা‌দের বিদেশে চিকিৎসা নেয়া প্রয়োজন তা‌দের জন্য আলাদা এক‌টি বিভাগ খোলার দাবি জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।

Share.