বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

বর্তমান সরকার প্রশাসনের লোকদের অনৈতিক সুবিধা দিচ্ছে: রিজভী

0

ঢাকা অফিস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার প্রশাসনের লোকদের অনৈতিক সুবিধা দিচ্ছে। বেনজীরদের কিছুই হবে না। এটা আইওয়াশ। সোমবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহিলা দলের আয়োজনে মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। রিজভী বলেন, মানসিকভাবে অসুস্থ আইনমন্ত্রী। তার মধ্যে কোন মানবতা-অনুভূতি নেই। এই আইনমন্ত্রী ওয়ান-ইলেভেনে ফখরুদ্দিন-মইনদ্দিনের দোসর ছিলেন। এসময় চিকিৎসা না দেয়ার মাধ্যমে খালেদা জিয়ার ওপর অমানবিক আচরণ করা হচ্ছে বলে জানান তিনি।

Share.