বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

 বর্তমান সরকার যতদিন থাকবে ততোদিন নিত্যপণ্যের দাম কমবে না: মিন্টু

0

ঢাকা অফিস: বর্তমান সরকার যতদিন থাকবে ততোদিন নিত্যপণ্যের দাম কমবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেন, দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করাই আওয়ামী লীগের এজেন্ডা। বর্তমান সরকার যতদিন থাকবে ততোদিন নিত্যপণ্যের দাম কমবে না। নোবেল জয়ী ড. ইউনুসের অফিস এখন দখল হয়ে যায় উল্লেখ করে মিন্টু বলেন, সাধারণ মানুষ খেতে পারছে না, প্রতিবাদ করলে ধরে খুন করছে, গুম করছে। সবাইকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হবে। এ সময় এই সরকারের কাছে আর কোনো দাবি নেই এবং লড়াই করেই জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা হবে বলে জানান বিএনপি নেতারা।

Share.