ঢাকা অফিস: বর্ষা মৌসুমে আধা ঘণ্টার বৃষ্টিতেই রাজধানীর সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। প্রতিটি সড়কে জমে যায় পানি। বৃষ্টি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর নামে সেই পানি। কোথাও কোথাও সড়ক থেকে পানি সরতে পার হয়ে যায় দিন। ঢাকা ওয়াসার কাছে রাজধানীর খাল এবং পয়ঃনিষ্কাশনের দায়িত্ব থাকার পরেও গত কয়েক বছর এমন ভোগান্তিতে ভুগতে হয়েছে নগরবাসীকে। গত বৃহস্পতিবার ওয়াসার থেকে খালের দায়িত্ব সিটি করপোরেশনকে হস্তান্তর করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দায়িত্ব প্রহণের পরেই খাল পরিষ্কারে কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী এপ্রিলে বর্ষার আগেই খাল পরিষ্কার করে ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে চায় নগর কর্তৃপক্ষ।শনিবার সকালে রাজধানীর পান্থকুঞ্জ পার্ক থেকে পান্থপথ বক্স কার্লভার্ট পরিষ্কারের কাজ শুরু হয়। দুপুরে জায়গাটি পরিদর্শনে যান ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন। এই দুই কর্মকর্তা বর্ষার আগেই তিনটি খাল এবং কার্লভার্ট পরিষ্কার করার লক্ষ্য নিয়ে ডিএসসিসি কাজ করছে বলে জানান।ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, মেয়র মহোদয় নির্দেশ নিয়েছেন। আমরা কোনো বিলম্ব না করে কাজ শুরু করেছি। আশা করছি আমরা সফল হবো। যেহেতু এপ্রিলে বর্ষার মৌসুম শুরু হয় তাই জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দিতে মার্চের মধ্যেই আমরা খাল পরিষ্কারের কাজ শেষ করতে চাই। সে পরিকল্পনা নিয়েই আমরা কাজ শুরু করেছি। আশা করছি, এপ্রিলের মধ্যে আমরা তিনটা খাল এবং দুটা কালভার্ট পরিপূর্ণভাবে পরিষ্কার করতে পারব। যদি আমরা এ সময়ের মধ্যে খাল এবং কালভার্ট পরিষ্কার করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি, এ বছর আমরা জলাবদ্ধতা থেকে মুক্তি পাব।’তিনি আরও বলেন, প্রাথমিক পরিচ্ছন্নতা কাজ, এরপর সীমানা নির্ধারণ কাজ তারপর সেগুলো উচ্ছেদ কার্যক্রম শেষ করে আমরা ওখান থেকে বর্জ্য অপসারণ করব। আজ আমরা কাজ শুরু করলাম। আমরা দেখি ভেতরে কি আছে। এর উপর নির্ভর করে আমরা আমাদের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করব।প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন বলেন, পান্থকুঞ্জ পার্কের ভেতরে যে বক্স কার্লভার্ট রয়েছে সেটির গভীরতা দুই রকম আছে। ১১ ফিট থেকে ২০-২২ ফিট আছে। আমরা সঠিক মাপটা বের করব। পান্থপথ খালের মোট ২৪টি মুখ রয়েছে। এর মধ্যে প্রথম দিনেই তিনটি মুখ পরিষ্কারে কাজ শুরু করেছে। কেবল মুখ পরিষ্কার করাটা খালের পানিপ্রবাহে কতটা ফলপ্রসূ হবে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বদরুল আমিন বলেন, কালভার্টের মুখ পরিষ্কার করলে হবে না। ভেতরে লোক প্রবেশ করাতে হবে। মেশিন প্রবেশ করাতে হবে। ক্রেন প্রবেশ করাতে হবে। প্রেসার দিয়ে পানি দিতে হবে। আমরা দেখলাম অনেক কানেকশন বন্ধ হয়ে গেছে। আমরা ২০০ মিটার করে আগাবো। পরিষ্কার কার্যক্রম চলছে।ওয়াসার থেকে যন্ত্রপাতি এবং জনবল সহযোগিতা নিয়ে কাজ চলছে জানিয়ে বদরুল আমিন বলেন, গত বৃহস্পতিবার ওয়াসার সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে, সে অনুযায়ী আমরা ওয়াসার যন্ত্রপাতি, ওনাদের যে নলেজ সেটাও পাব। আমাদের যে প্রকৌশলীরা রয়েছেন, তারা সেটা বুঝে নিচ্ছেন।কালভার্টের উপর কোনো অবৈধ স্থাপনা নেই জানিয়ে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, কালভার্টের উপর কোনো অবৈধ স্থাপনা নাই। সীমানা নির্ধারণপূর্বক বুঝা যাবে কালভার্টের বাইরে কোনো অবৈধ স্থাপনা আছে কিনা। কালভার্টের ভেতর কোনো স্থাপনা নেই।
বর্ষার আগেই খাল পরিষ্কার শেষ করতে চায় ডিএসসিসি
0
Share.