ডেস্ক রিপোর্ট: নিজ দেশ বলিভিয়ায় ফিরে মেয়াদ পূর্ণ করতে চান সে দেশের সদ্য পদচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেস। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এই বামপন্থী রাজনীতিক বলেন, ‘আমি আমার দেশের বাইরে থাকতে পারি না। আমি আমাদের দেশের নেতা হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে দেশের জন্য কাজ করতেই অভ্যস্ত।’ গত ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তৈরি হওয়া অসন্তোষের জেরে ১০ নভেম্বর সেনাবাহিনীর চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট । পরদিন তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানায় মেক্সিকো। মঙ্গলবার তিনি দেশ ছাড়লেও রাজনৈতিক লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। মেক্সিকো থেকে আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মোরালেস বলেন, ‘আমি বলিভিয়াকে হৃদয় দিয়ে অনুভব করি। আমি আইনি পথে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছি। যারা স্বৈরাচারের আর সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে থাকতে চায় আমি তাদের কাছে ফিরতে চাই।’ মোরালেস বলেন, যদি তাকে ফিরতে দেওয়া হয়, তবে তিনি নতুন র্নিবাচন করবেন না। কেবল মেয়াদের বাকি দুইমাস দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ‘আমি জানি না তারা কেন আমাকে ভয় পায়। তারা যদি চায় যে আমি নির্বাচনে অংশ না নিই, আমি লড়বো না। আমি আমার প্রার্থিতা থেকে সরে দাঁড়াব কিন্তু তাদের তো আমাকে মেয়াদ শেষ করতে দেওয়া উচিত।’ অবশ্য নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করা আনেজ অভ্যুত্থানের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, মোরালেসকে দেশ ছাড়তে বাধ্য করা হয়নি। তিনি নিজের ইচ্ছায় দেশ ছেড়েছেন।