শনিবার, জানুয়ারী ২৫

বল হাতে সাফল্য পেলেও ব্যাটিংয়ে অনুজ্জ্বল সাকিব

0

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচেও বল হাতে মোটামুটি সাফল্য পেয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি তারকা শিকার করেছেন একটি উইকেট। তবে বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। অবশ্য ব্যাট হাতে সাফল্য পাননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।গতকাল মঙ্গলবার রাতে সাকিবের দল কলকাতা নাইটরাইডার্স ১০ রানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে। প্রথমে ব্যাট করে ১৫২ রান করে মুম্বাই। তবে এই মামুলি লক্ষ্যে পৌঁছাতে পারেনি কলকাতা। তাদের ইনিংস থেমে যায় ১৪২ রানে। সাকিব ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন একটি উইকেট। পরে ব্যাট হাতে পাঁচ নম্বরে সুযোগ পান তিনি, উইকেট বিলিয়ে আসেন ৯ বলে ৯ রান করে।কলকাতার হয়ে ৫০ ম্যাচ পূর্ণ করায় খেলা শুরুর আগে সাকিবকে উপহার দেওয়া হয় বিশেষ ক্যাপ।মুম্বাইয়ের হয়ে ৩৬ বলে ৭ চার ও ২ ছক্কায় সূর্যকুমার করেন সর্বোচ্চ ৫৬ রান। আর অধিনায়ক রোহিত শর্মা ৩২ বলে ৪৩ রান করেন।আর কলকাতার হয়ে রানা ৫৭ ও শুভমান ৩৩ দুটি ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর

মুম্বাই ইন্ডিয়ানস : ২০ ওভারে ১৫২ (রোহিত ৪৩, সূর্যকুমার ৫৬, হার্দিক পান্ডিয়া ১৫, পোলার্ড ৫, ক্রুনাল পান্ডিয়া ১৫; বরুন ৪-০-২৭-১, সাকিব ৪-০-২৩-১, কামিন্স ৪-০-২৪-২, প্রসিধ ৪-০-৪২-১, রাসেল ২-০-১৫-৫)।

কলকাতা নাইট রাইডার্স : ২০ ওভারে ১৪২/৭ (রানা ৫৭, শুভমান ৩৩, ত্রিপাঠি ৫, মর্গ্যান ৭, সাকিব ৯, কার্তিক ৮*, রাসেল ৯; বোল্ট ৪-০-২৭-২, বুমরাহ ৪-০-২৮-০, ক্রুনাল পান্ডিয়া ৪-০-১৩-১, চাহার ৪-০-২৭-৪), রোহিত ১০-০-৯-০)।

ফল: মুম্বাই ইন্ডিয়ানস ১০ রানে জয়ী।

Share.