বস্তা প্রতি চালের দাম বেড়েছে ১০০-১৫০ টাকা

0

 ঢাকা অফিস: দিনাজপুর ও নওগাঁসহ দেশের বিভিন্ন পাইকারী বাজারে আবারো প্রকারভেদে বেড়েছে চালের দাম। ৫০ কেজির বস্তা প্রতি বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। দিনাজপুর শহরের বাহাদুর বাজারে গত দুইদিনে চালের কেজি প্রতি দুই থেকে তিন টাকা বেড়েছে। চলতি বছর এ নিয়ে দাম বেড়েছে প্রায় পাঁচবার। দফায় দফায় চালের দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা। নওগাঁয় পাইকারী বাজারে কাটারী, মিনিকেট, নাজিরশাল বস্তা প্রতি বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা। আড়ৎদাররা বলছেন, ঈদের পর থেকে চিকন চালের উৎপাদন কম ও বাজারে ধানের দাম বাড়ায় চালের মূল্য বেড়েছে।তবে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমতে শুরু করেছে চালের দাম। কোরবানীর ঈদের পর দুদফায় বাড়লেও আজ থেকে প্রকারভেদে ৫০ কেজির বস্তা প্রতি ৫০ থেকে ৬০ কমেছে চালের দাম।

Share.