শনিবার, নভেম্বর ২৩

বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করতে পাশে থাকবে ইইউ: অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী

0

ঢাকা অফিস: বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর হতে ইউ’র দেশগুলো সহযোগী হয়ে পাশে থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী। রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব বলেন অর্থমন্ত্রী। এসময় তিনি বলেন, বাংলাদেশের যেকোনো স্বার্থে ইউরোপীয় ইউনিয়ন সবসময় এগিয়ে থাকে। এসময় রাষ্ট্রদূত হোয়াইটলি বলেন, ইইউ দেশগুলোতে আরও বেশি বাংলাদেশি পণ্য রপ্তানি হোক এমনটাই চায় জোটভুক্ত দেশগুলো। বর্তমানে বাংলাদেশ ও ইইউ’র মধ্যে ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য রয়েছে। এটা আরও বাড়ানো হবে।

Share.