সোমবার, জানুয়ারী ২৭

বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে সরকার: ফখরুল

0

ঢাকা অফিস: বাংলাদেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (৩০ মে) জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে নেতা-কর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করার পর তিনি এই কথা বলেন। ফখরুল বলেন, দেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা শপথ নিয়েছি। এদিকে, জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী সাধারণ মানুষের মাঝে খাবার ও উপহার বিতরণের কর্মসূচি নিয়েছে বিএনপি। রাজধানীর বিভিন্ন এলাকায় এসব কর্মসূচীতে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ্য নেতারা।

Share.