বাংলাদেশকে ২.১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিল চীন

0

ঢাকা অফিস:চীন সরকার ও বিভিন্ন চীনা কোম্পানির কাছ থেকে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাম্প্রতিক চীন সফরে এই অর্থায়নের ঘোষণা এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।চীনের প্রায় ৩০টি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া, চীন ৪০০ মিলিয়ন ডলার মংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে, ৩৫০ মিলিয়ন ডলার চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে এবং ১৫০ মিলিয়ন ডলার প্রযুক্তিগত সহায়তায় ঋণ দেবে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণের মাধ্যমে আসবে।চীন সফরের সময় অধ্যাপক ইউনুস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চীনা বেসরকারি কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বিনিয়োগের পথ সুগম করতে অনুরোধ করেন। প্রেসিডেন্ট শি আশ্বাস দেন যে চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনে উৎসাহিত করা হবে, যা বাংলাদেশের শিল্পখাতকে আরও গতিশীল করবে।বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এই সফর চীনা বিনিয়োগকারীদের জন্য “উচ্ছ্বাস” সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, “এই সফরের ফলে চীনা কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ আরও বাড়বে, যা দেশের শিল্প ও অর্থনীতির জন্য ইতিবাচক দিক সৃষ্টি করবে।”শুক্রবার, অধ্যাপক ইউনুস ও আশিক চৌধুরী বেইজিংয়ে এক বিশেষ সম্মেলনে ১০০টিরও বেশি চীনা কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আধুনিক টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, লাইট ইঞ্জিনিয়ারিং ও নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়।

Share.