বাংলাদেশসহ ১৪ দেশের যাত্রী ও ফ্লাইট প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো আরব আমিরাত

0
ডেস্ক রিপোর্ট:  মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ ১৪ দেশের যাত্রী ও ফ্লাইট প্রবেশের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে আরব আমিরাত সরকার।শনিবার (২৬ জুন) দেশটির জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটির পক্ষ থেকে এ সংক্রান্ত এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা বৃদ্ধির কথা জানানো হয়েছে।এর আগে ৭ জুলাই পর্যন্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে ফের এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।বিবৃতিতে বলা হয়েছে, কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটগুলো এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।যে ১৪ দেশে নিধেষাজ্ঞা দেওয়া হয়েছে-ভারত, বাংলাদেশ, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
Share.