বাংলাদেশি প্ল্যাটফর্মে জয়া-প্রসেনজিৎ

0

বিনোদন ডেস্ক: প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে প্রথমবার জুটিবদ্ধ হয়ে ‘রবিবার’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন জয়া আহসান। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল সিনেমাটি। তারপর ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি দেওয়া হয়েছিল ‘রবিবার’। এবার বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ‘সিনেমাটিক’ অ্যাপে মুক্তি পাবে জয়া-প্রসেনজিৎ জুটির ‘রবিবার’। এমনটাই জানিয়েছেন লাইভ টেকনোলজির পরিচালক তামজিদ অতুল। তিনি বলেন, ‘জয়া আহসান ও প্রসেনজিৎ অভিনীত রবিবার বেশ প্রশংসিত একটি ছবি। ছবিটিতে অভিনয় করে স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন জয়া আহসান। এই ছবিটি সিনেমাটিক অ্যাপে বছরের একেবারে শেষের দিন মুক্তি দেওয়া হবে। যারা হলে গিয়ে ছবিটি দেখার সুযোগ পাননি তারা এবার ছবিটি দেখার সুযোগ পাবেন।’‘রবিবার’ পরিচালনা করেছেন অতনু ঘোষ। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। গল্পে আবেগ ও থ্রিলারের মিশ্রণ দেখা গেছে।

Share.