বাংলাদেশি শিল্পী আনিকার গানে মডেল বলিউডের নায়িকা নারগিস ফাখরি

0

বিনোদন ডেস্ক: এবার বাংলাদেশি সঙ্গিত শিল্পী তাসনিম আনিকার গানে মডেল হয়ে হাজির হচ্ছেন বলিউডের নায়িকা নারগিস ফাখরি। ‘পালাবি কোথায়’ গানের শিরোনামে পারফর্ম করবেন নারগিস।  তাপসের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন তাপস ও অ্যাপিরাস। ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। চিত্রধারণ করা হয়েছে মুম্বাইয়ে। এ প্রসঙ্গে আনিকা বলেন, আমার স্বপ্নছিল বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পারফর্ম করবো। সেই স্বপ্ন এখন সত্যি হতে যাচ্ছে। এটা আসলে আমার জন্য অনেক বড় প্রাপ্তি। সবাই এখন এক নতুন আনিকাকে পাবে। তরুণ এই গায়িকা বলেন, তাপস ভাই ও ভাবীর কাছে আমি কৃতজ্ঞ। তাদের জন্যই এটা সম্ভব হয়েছে। আমার ভেতরে যে এমন একটা টোন আছে তা আমি নিজেও জানতাম না। আমার ভেতর থেকে তাপস ভাই এটা বের করে এনেছেন। আশা করছি সবাই খুব সুন্দর ভাবেই গানটি গ্রহণ করবেন।

Share.