বুধবার, ডিসেম্বর ২৫

বাংলাদেশের ক্রিকেটাঙ্গন উত্তাল, বিসিবিতে মাশরাফী বিন মোর্ত্তজা

0

স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটে সাকিব-তামিম বিরোধ আবারো প্রকাশ্যে। গতকাল মধ্যরাত থেকেই বাংলাদেশের বিশ্বকাপ মিশন নিয়ে শুরু হয়েছে অস্থিরতা। সোমবার মধ্যরাতে সাকিব-হাথুরু বিসিবি সভাপতির বাসায় গেলেও আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসান ও সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল ইস্যুতে উত্তাল ক্রিকেটাঙ্গন। এমন পরিস্থিতিতেই কিছুক্ষণ পর (২৬ সেপ্টেম্বর) বিশ্বকাপের ১৩তম আসরের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে। ঠিক এর আগ মুহূর্তে বিসিবিতে দেখা গেল সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা নাগাদ বিসিবিতে প্রবেশ করেছেন ম্যাশ। এর মিনিট ৩০ পরেই সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবিতে আসেন। বিসিবিতে প্রবেশের পরপরই দুই নির্বাচক আব্দুর রাজ্জাক এবং হাবিবুল বাশার সুমনের সঙ্গে ম্যাশকে কথা বলতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তামিম-সাকিব ইস্যুতেই বিসিবিতে এসেছেন সাবেক এই অধিনায়ক। জানা গেছে, সন্ধ্যায় ঘোষণা হবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড। গুঞ্জন রয়েছে তামিমকে দলে চান না হাথুরু-সাকিব। এসবের আগে অবসর ভেঙে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে ফিরেছেন তামিম। প্রথম ওয়ানডেতে ব্যাট করার সুযোগ না পেলেও, দ্বিতীয় ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। ম্যাচ শেষে কথা বলেন নিজের ফিটনেস নিয়েও। জানান, এখনো শতভাগ ফিট নন তিনি। তিনি যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময় নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছেন তামিম। এমনকি এই ওপেনার কথা বলেছেন সরাসরি বিসিবি সভাপতির সাথেও। যেখানে দাবি করেছেন, নয় ম্যাচের (গ্রুপ পর্বে) বিশ্বকাপে মোটে পাঁচ ম্যাচে খেলবেন! দলের সেরা ব্যাটারের এমন শর্ত শুনে চটেছেন তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। বরাবরই ফিটনেসকে বাড়তি গুরুত্ব দেয়া এই অলরাউন্ডার দিতে চান না কোনো ছাড়! আনফিট কোনো প্লেয়ারকে দলে চান না তিনি। এই এক ইস্যুতেই সাকিব নিজের সিদ্ধান্ত জানিয়েছেন বোর্ড সভাপতিকে। জানা যায়, তামিম ইকবাল বিশ্বকাপ স্কোয়াডে থাকলে সাকিব আল হাসান অধিনায়কের দায়িত্ব ছাড়তে চান।

Share.