বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৬ উইকেট নেয়ার কীর্তি দেখালেন মুস্তাফিজুর রহমান

0

স্পোর্টস রিপোর্ট: বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনো বোলার ইনিংসে ৫ উইকেটের বেশি পাননি। শনিবার সে রেকর্ড ভাঙলো। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এই ফরম্যাটে ৬ উইকেট নেয়ার কীর্তি দেখালেন মুস্তাফিজুর রহমান। হিউস্টনে মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়েই ৯ উইকেটে ১০৪ রানে আটকে যায় যুক্তরাষ্ট্র। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৫০ বল হাতে রেখেই বাংলাদেশ পায় ১০ উইকেটের বিশাল জয়। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে একাই ৬ উইকেট নেন মুস্তাফিজ। প্রথম তিন ওভারে তিনি দিয়েছেন মাত্র ৬ রান। একটি মেডেনসহ উইকেট নেন ৪টি। কাটার মাস্টার শেষ ওভারে এসে দিলেন ৩ রান। নিলেন আরও দুটি উইকেট। সবমিলিয়ে তার বোলিং ফিগার রীতিমত ঈর্ষণীয়, ৪-১-১০-৬! এমন বোলিংয়ের পর স্বভাবতই ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে মুস্তাফিজেরই হাতে।

Share.