বাংলাদেশের বিপক্ষে বল করে নিষিদ্ধ জিম্বাবুয়ের স্পিনার

0

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুইয়ান স্পিনার রয় কাইয়ার বোলিংকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নিষিদ্ধ হলেও দেশের ঘরোয়া ক্রিকেটে বোর্ডের অনুমতি নিয়ে বল করতে পারবেন তিনি।গত মাসে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে সন্দেহজনক বোলিংয়ের জন্য অভিযুক্ত হয়েছিলেন কাইয়া। এরপর আইসিসির একটি বিশেষজ্ঞ প্যানেল তার বোলিং অ্যাকশন ১৫ ডিগ্রির বেশি ছাড়িয়ে যায় বলে সিদ্ধান্ত দেয়। সংস্থাটির নিয়ম অনুযায়ী যেটা অবৈধ। তাই বোলিং অ্যাকশনে পরিবর্তন করার কথা বলা হয়েছে তাকে।এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, সংস্থাটির শৃঙ্খলা কমিটির ১১.১নং অনুচ্ছেদ অনুযায়ী কাইয়ার বোলিং অ্যাকশন বৈধ নয়। তাই তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হলো। তবে বোর্ড চাইলে ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন তিনি।’টাইগারদের বিপক্ষে একমাত্র টেস্টে রয় কাইয়া দুই ইনিংস মিলিয়ে ২৩ ওভার বোলিং করেছিলেন। যদিও কোনো উইকেট শিকার করতে পারেননি তিনি। বিনিময়ে খরচ করেন ১২৭ রান। ব্যাটিংয়ে দুই ইনিংসেও আউট হন শূন্য রানে। যেখানে বাংলাদেশ ২২০ রানের বড় ব্যবধানে জয় পায়। রোডেশীয়দের বিপক্ষে সেটি টাইগারদের অষ্টম টেস্ট জয়ের ম্যাচ। বাংলাদেশ এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টিসহ আরও ছয়টি ম্যাচ খেলেছে রোডেশীয়দের বিপক্ষে। রয় কাইয়া সেগুলোতে ছিলেন না।দেশের জার্সিতে তিনি এখন পর্যন্ত খেলেছেন তিন টেস্ট ও একটি ওয়ানডে। এ বছরের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সাদা জার্সিতে অভিষেক হয় তার। অভিষেক টেস্টে ব্যাট হাতে ৪৮ রান করেছিলেন তিনি। পরের ইনিংসে অবশ্য গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন। বল হাতে ৭ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। পাকিস্তান সে ম্যাচে জয় পায় ইনিংস ও ১১৬ রানে। তিন টেস্ট খেলে রয় কাইয়া এখনও একটিও উইকেট নিতে পারেননি। ব্যাট হাতে রান করেছেন ৫৯। একমাত্র ওয়ানডে ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি, করেননি কোনো ওভারও। রয় কাইয়ার বয়স এখন ২৯, ১৯৯১ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। তার পরিবার ক্রীড়া সংশ্লিষ্ট হলেও ক্রিকেটে এখনও আলো ছড়াতে পারেননি তিনি। তবে জাতীয় দলে উঠে আসার ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। ২০১৫ সালে দলে ডাকও পান তিনি, খেলেন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে।

Share.