স্পোর্টস রিপোর্ট: বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজে থাকছেন না ক্যারিবিয়ান বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার। দেশটির ক্রিকেট বোর্ডের কাছে সাময়িক বিরতি চেয়েছেন এই তারকা ক্রিকেটার। আর আবেদনে সাড়া দিয়েছে বোর্ড। তাই হোল্ডারকে ছাড়া ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। এদিকে হোল্ডারের পাশাপাশি ক্যারিবিয়ান অভিজ্ঞ পেস বোলার কেমার রোচকেও পাবে না স্বাগতিকরা। সম্প্রতি ইনজুরিতে পড়েছেন কেমার রোচ। আর সেই কারণে টাইগারদের বিপক্ষে থাকছেন না তিনিও। দলে ডাক পেয়েছেন তিন ক্রিকেটার ডেভন থমাস, গুড়াকেশ মোতি ও অ্যান্ডারসন ফিলিপ। থমাস ও মোতির সাদা বলের ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকলেও ফিলিপ এখনও পাননি আন্তর্জাতিক মঞ্চের স্বাদ। এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড বলেছে, ‘অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিবেচনা করা হয়নি কারণ, বিশ্রাম ও রিকভারির জন্য তার ছুটির আবেদন মঞ্জুর করেছে সিডব্লিউআই। সেকারণে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে সব সংস্করণেই খেলা মিস করবেন তিনি।’ ইংল্যান্ড সিরিজ থেকে বাদ পড়া রস্টন চেস ও জোমেল ওয়ারিকানকে দেখা যাবে সিরিজকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে। ১৬ জুন থেকে অ্যান্টিগায় হবে সিরিজের প্রথম টেস্ট। পরে ২৪ জুন থেকে সেইন্ট লুসিয়ায় মাঠে গড়াবে পরের ম্যাচটি। এর আগে শুক্রবার (১০ জুন) থেকে হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েইট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (ভিসি), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলপ, রেমন রেইফার, জেডেন সিলস ও ডেভন টমাস।