বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা লংকান পেসার হেরোইনসহ আটক

0

স্পোর্টস ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা শ্রীলংকার পেসার শেহান মাদুশাঙ্কা হেরোইনসহ আটক হয়েছেন। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে কারফিউ চলা অবস্থায় গত রোববার শ্রীলংকার পান্নালা শহরে প্রায় আড়াই গ্রাম হেরোইনসহ পুলিশের হাতে তিনি ধরা পড়েন বলে কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।এতে বলা হয়েছে, কারফিউ ভেঙে আরেকজনকে সঙ্গে নিয়ে পান্নালা শহরে গাড়ি চালাচ্ছিলেন মাদুশাঙ্কা। এক পর্যায়ে পুলিশ তার গাড়িটি থামানোর পর তার কাছে প্রায় আড়াই গ্রাম হেরোইন পাওয়া যায়। হেরোইন পাওয়ার পর স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদেশের ভিত্তিতে তাকে দুই সপ্তাহের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। ২০১৮ সালের জানুয়ারিতে বাং‌লাদেশের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মাদুশাঙ্কার। সেই ম্যাচেই হ্যাটট্রিক করে নজর কাড়েন এই ডানহাতি পেসার। এরপর বাংলাদেশে সেই সফরে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেন তিনি।তবে এরপর অবশ্য চোটের কারণে তার ক্যারিয়ার আর এগোয়নি। ক্যারিয়ারে এখন পর্যন্ত ওই একটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টিই সম্বল তার।

Share.