ঢাকা অফিস: বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনও ধরনের ষড়যন্ত্র হলে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। শনিবার (৭ ডিসেম্বর) রাওয়া ক্লাবের সামনে ভারতীয় আধিপত্যবাদের বিরূদ্ধে আয়োজিত এক সমাবেশ থেকে এমন ঘোষণা দেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনারা। তারা বলেন, সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি। আপনারা আপনাদের পিছনের যে সাংবাদিকতা করেছিলেন সেগুলো ভুলে যান। আপনারা জানেন যে প্রকৃত সাংবাদিকতা কি। লেজুড়বৃত্তির সাংবাদিকতা আপনার পরিহার করুন। আপনারা দেশ এবং জাতির স্বার্থে বাংলাদেশকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবে। আপনাদের সেই রকম ভূমিকা এ দেশের জনগণ দেখতে চায়। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা বলেন, আপনাদেরকে আমরা আরও আশ্বস্ত করতে চাই সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার আমরা সব সময় এ দেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। আমরা যে কোনও প্রয়োজনে দেশের জন্য আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। আমরা যে আজকে ঐক্যবদ্ধতাঁর ডাক দিয়েছি আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশে শেষ নয়। তারা আরো বলেন, আমরা কোনও ধরনের নতজানু নীতি কোনও অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। এছাড়াও বিগত সরকারের সময় ভারতের সাথে করা চুক্তিগুলো প্রকাশের দাবি করা হয়। এরপর একটি বিক্ষোভ মিছিল বের করেন সাবেক সেনা কর্মকর্তারা।
বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র হলে আমরা সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই: অবসরপ্রাপ্ত সেনারা
0
Share.