বাংলাদেশের সঙ্গে ‘এয়ার বাবল’ ফ্লাইট চালুর প্রস্তাব ভারতের

0

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশসহ ১৩টি দেশের সঙ্গে এয়ার বাবল ফ্লাইট চালুর আলোচনা শুরু করেছে ভারত। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হারদিপ সিং পুরি টুইট করে এ তথ্য জানিয়েছেন। ট্রাভেল বাবল বা এয়ার বাবল হলো তৃতীয় কোনও দেশকে যুক্ত না করে নির্দিষ্ট নিয়মনীতি মেনে দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনা করা।করোনায় বিমান খাত সচল করতে অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুরসহ ১৩ দেশের সঙ্গে ফ্লাইট পরিচালনার বিষয়ে আলোচনা চালাচ্ছে ভারত। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কাতার, মালদ্বীপ ও সংযুক্ত আরব আমিরাতের এ ধরনের চুক্তি করেছে ভারত। বাবল এয়ার নিয়ে হারদিপ সিং পুরি বলেন, আমরা এই প্রচেষ্টাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। বর্তমানে আরও ১৩টি দেশের সঙ্গে কথা হচ্ছে। তিনি বলেন, এই ১৩টি দেশের মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, ইতালি, জাপান, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, বাহারাইন, ইসরায়েল, কেনিয়া, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আরও বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও ভুটানের কাছেও এয়ার বাবল-এর প্রস্তাব দেয়া হয়েছে। তবে এখনও এই প্রস্তাব নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়নি বলেও জানান তিনি। উল্লেখ্য, টানা দুই মাসের লকডাউন শেষে গত ২৫ মে ভারতে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু হয়। তবে পুরোদমে বিমান খাততে সচল করা যায়নি। তাই ব্যয় সংকোচনে বেশিরভাগ এয়ারলাইন্স কর্মী ছাঁটাই, বেতন কমানো, বেতন বহির্ভূত ছুটির মতো পদক্ষেপ নিয়েছে ভারতসহ বিভিন্ন দেশ।

Share.