সোমবার, ডিসেম্বর ২৩

বাংলাদেশের সম্পদের উপরে বিদেশীদের লোভ দীর্ঘ দিনের: আমু

0

ঢাকা অফিস: ঝালকাঠি ॥ সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি বলেছেন বাংলাদেশের সম্পদের উপরে বিদেশীদের লোভ দীর্ঘ দিনের। এই সম্পদ লুটে নেওয়ার জন্যই বিদেশী চক্র দেশে ইসলামের দূয়াই তুলে যুবকদের মধ্যে জঙ্গীবাদের সৃষ্টি করে ফয়দা হাসিলের পায়তারা করে ব্যার্থ হয়েছে। বাংলাদেশের বঙ্গোপসাগরে প্রচুর খনিজ সম্পদ রয়েছে এবং এই সম্পদ উত্তোলন করতে পারলে বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি সম্পদশালী দেশের পরিনত হতে পারে। তিনি আজ মঙ্গলবার ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের সামাজিক সচেতনাবোধ সৃষ্টিতে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১ টায় এই আলোচনা সভায় জেলা প্রশাসক মো: জোহর আলী সভাপতিত্ব করেনন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিক হোসেন বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। আলোচনা সভা শেষে ৪ টি যুব সংগঠনের মধ্যে ৮০ হাজার টাকা চেক বিতরণ করা হয়।

Share.