বুধবার, জানুয়ারী ১

বাংলাদেশের সিরিজ জয়ের মিশন আজ

0

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ উড়ন্ত জয়ে শুরু করে বাংলাদেশ। এর পর দ্বিতীয় ম্যাচেও এসেছে জয়ের সাফল্য। সে ছন্দ ধরে রেখে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। আজ শুক্রবার মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। আজ বাংলাদেশ জিতলে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়বেন সাকিব-মাহমুদউল্লাহরা।ক্রিকেটে নিঃসন্দেহে অনেক বড় দল অস্ট্রেলিয়া। জয় তো দূরের কথা, অসিদের বিপক্ষে বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া টি-টোয়েন্টি খেলারই সুযোগ মেলেনি বাংলাদেশের। বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়ে চারটিতেই হেরেছে লাল-সবুজের দল। সেই অস্ট্রেলিয়াকে কি না ঘরের মাঠে টি-টোয়েন্টিতে নাস্তানাবুদ করছে বাংলাদেশ।পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। আজ বাংলাদেশ জিতলেই প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়বেন সাকিব-মাহমুদউল্লাহরা। নিজেদের ডেরায় লাল-সবুজের দল সেই ইতিহাস গড়তে পারে কি না, সেটাই দেখার।অবশ্য হারলেও সমস্যা নেই। সিরিজ জয়ের জন্য আরও দুটি ম্যাচে সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে, সে দুটি ম্যাচের দিকে না তাকিয়ে বাংলাদেশের লক্ষ্য আজই সিরিজ নিশ্চিত করা।

Share.