বাংলাদেশে অনুষ্ঠিত হবে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

0

স্পোর্টস রিপোর্ট: ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। মঙ্গলবার (২৭ জুলাই) রাতে বার্মিংহামে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খবর। নারীদের ক্রিকেটের পরিসর যখন বৃদ্ধি পাচ্ছে তখন প্রধান টুর্নামেন্টগুলোর একটি আয়োজনের এই সুযোগ দেওয়ায় আমি বিসিবির পক্ষ থেকে আইসিসি বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই।’ এছাড়াও এই বৈশ্বিক আসর বাংলাদেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে ও নারীদের ক্রিকেটে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিডিং প্রক্রিয়ার মাধ্যমে আয়োজক দেশ ও বোর্ড নির্বাচন করা হয়েছে। আইসিসির বোর্ড সভায় ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আয়োজক হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৪-২০২৭ সালের চক্রে আইসিসির মেয়েদের টুর্নামেন্টগুলোর আয়োজক দেশের নাম চূড়ান্ত করেছে আইসিসি। বাংলাদেশ ২০২৪ সালে, ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ ভারতে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডে, ২০২৭ চ্যাম্পিয়নস ট্রফি শ্রীলঙ্কায়। এর আগে ২০১৪ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি নারীদের বিশ্বকাপও আয়োজনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

Share.