বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

বাংলাদেশে এখন গণতন্ত্র নেই, বাকশাল-২ গঠন করেছে সরকার: মঈন খান

0

ঢাকা অফিস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও তারা স্বৈরতন্ত্র কায়েম করেছে। বাংলাদেশ তারা এবার বাকশাল-২ গঠন করেছে। এটি আমার কথা না, বিশ্ববাসীর কথা। তিনি আরও মন্তব্য করেছেন, যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে লাখ লাখ মানুষ বুকের রক্ত ঢেলে মুক্তিযুদ্ধ করেছিল, সেই গণতন্ত্রও আর নেই। আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। মঈন খান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। জিয়ার স্বাধীনতার ঘোষণা কেবল বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ শুনেছে। তারা জেনেছিল বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতে চলেছে। জিয়াউর রহমান সরাসরি যুদ্ধ করে দেশের জয়ের পথ প্রসারিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, মানুষ দেখেছে কীভাবে লাখো-কোটি টাকা পাচার হয়েছে। দেশে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে। ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য বিরোধী দলের নেতাদের নামে এক লাখ মামলা দেয়া হয়েছে। ৫০ লাখ নেতাকর্মীকে মিথ্যা অভিযোগ দিয়ে কারারুদ্ধ করা হয়েছে।

Share.