ঢাকা অফিস: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মহামারীতে দুই হাজার ৪৯৬ জন মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে দুই হাজার ৭৩৩ জন করোনায় পজিটিভ এসেছেন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৩২৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২০ শতাংশ। তিনি বলেন, নতুন এক হাজার ৯৪০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৬ হাজার ৯৬৩ জন। ‘২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর ১২ হাজার ৮৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৯৩ হাজার ২৯১টি।’ নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩১ জন, আর নারী আটজন।
বাংলাদেশে করোনায় আরোও ৩৯ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৩৩
0
Share.