ঢাকা অফিস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্ত করা হয়েছেন আরও ১০৪১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৬৩ জনে। এছাড়া সুস্থ হয়েছেন ৬৬জন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনা ভাইরাস সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৪১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছিল ৭ হাজার ৮৩৭টি। এর মধ্যে ঢাকার মধ্যে সংগ্রহ হয়েছে ৪ হাজার ৯৫৬টি। ঢাকার বাইরে ২ হাজার ৮৮১টি। সব মিলিয়ে পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৯২টি। এর মধ্যে ঢাকার ল্যাবে ৭৫৪ জন শনাক্ত হয়েছেন। আর ঢাকার বাইরের ল্যাবে ২৮৭ জন শনাক্ত হয়েছেন। অর্থাৎ ২৪ ঘণ্টায় মোট শনাক্ত হয়েছেন ১০৪১ জন। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪জন। তাদের মধ্যে পুরুষ ১১জন ও নারী ৩ জন।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু-১৪, আক্রান্ত- ১০৪১
0
Share.