সোমবার, ডিসেম্বর ২৩

বাংলাদেশে দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়: কাদের

0

ঢাকা অফিস: বাংলাদেশে দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও দুর্নীতি করেন। তার মতে, সারা বিশ্বেই দুর্নীতি আছে, বাংলাদেশেও দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজ বুধবার (২৬ জুন) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির বিমানবন্দর শাটল বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, যখন আমরা কথা বলি, তখন আয়নায় নিজেদের চেহারাও দেখা উচিত যে, আমি একজন পলিটিশিয়ান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমাদের মধ্যেও তো করাপশন রয়েছে। এসময় হুঁশিয়ারি উচ্চারণ করে সেতুমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স, কেউ দুর্নীতি করে ছাড় পাবে না। এর আগে, ফিতা কেটে বিমানবন্দর শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

Share.