বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

বাংলাদেশে সবার অন্তত ২ কাঠার একটা জমি, একটি ঘর থাকবে: শেখ হাসিনা

0

ঢাকা অফিস: বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে অতিদরিদ্র থাকবে না। সবার অন্তত ২ কাঠার একটা জমি, একটি ঘর, একটি স্যানিটারি ল্যাট্রিন থাকবে। তিনি শুক্রবার ১৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বি-বার্ষিক সম্মেলনে এই কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়বো। আজ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছি। তরুণদের নিজের পায়ে দাড়াতে হবে। চাকরি তৈরির মনোভাব থাকতে হবে। তিনি জানান, প্রতিটি প্রতিবন্ধীকে আমরা টাকা পাঠাই। আমরা বিনা পয়সায় বই দিচ্ছি। আমাদের স্কুলের ভর্তির হার বেড়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশে গবেষণা সবথেকে বেশি দরকার। তিনি বলেন, সমুদ্রসীমা যে আমাদের অধিকার তা নিয়ে তো জিয়া, খালেদা কোন কাজ করেনি। আমরা প্রথমবার ক্ষমতায় এসে প্রথমে পদক্ষেপ নিয়েছি পরে তা বাস্তবায়ন করেছি। তিনি বলেন, জনগণের ৫ টি মৌলিক অধিকার যাতে নিশ্চিত হয় তা মাথায় রেখেই আমরা কাজ করছি। তিনি আরও বলেন, ১৯৯৬ সালে যখন সরকার গঠন করি তখন দেশ ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আর এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

Share.