বুধবার, জানুয়ারী ২২

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচী ঘোষণা

0

স্পোর্টস ডেস্ক: চলতি মাসেই আফগানিস্তানের বিপক্ষে নতুন বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। বিপিএল চলাকালীন চলতি মাসের ১২ তারিখ বাংলাদেশে পৌঁছাবে আফগানরা। সর্বশেষ ২০১৯ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানিস্তান। সেই যাত্রায় খেলা একমাত্র টেস্টে তারা বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল। এর আগে ২০১৬ সালে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানরা।

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সূচী:

২৩ ফেব্রুয়ারি | প্রথম ওয়ানডে | চট্টগ্রাম

২৫ ফেব্রুয়ারি | দ্বিতীয় ওয়ানডে | চট্টগ্রাম

২৮ ফেব্রুয়ারি | তৃতীয় ওয়ানডে | চট্টগ্রাম

৩ মার্চ | প্রথম টি-টোয়েন্টি | ঢাকা

৫ মার্চ | দ্বিতীয় টি-টোয়েন্টি | ঢাকা

Share.